জীবননগর প্রতিনিধি ঃ- জীবননগর উপজেলায় রায়পুর ইউনিয়নের নতুন চাকলা গ্রামে গতরাত আনুমানিক ১১ টার দিকে একটি বাঘঢাসা ও তার দুটো বাচ্চা সহ গ্রামবাসী ঐ গ্রামের আখ ক্ষেত থেকে কৌশলে আটক করেন। ঘটনার বিবরনে জানা যায়, এই বাঘটি আজ থেকে দীর্ঘ ১৫ দিন যাবৎ গ্রামে অবস্থান করে। এই গ্রামের প্রায় ১০ থেকে ১৫টি ছাগল শিকার করে। এই বিষয়টি নিয়ে একই গ্রামের বসবাসকারী ওমেদুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান যে, আমি সহ জহির, রবজেল, সেলিম, ওহেদুল ও মইদুল আমরা সংবাদ পাই যে, সেলিমের আখের ক্ষেতের ভিতরে বাঘঢাসাটি অবস্থান করছে। আমরা সেই সংবাদের ভিত্তিতে সেখানে যেয়ে খাচা ফান পেতে কৌশলে বাঘঢাসাটিকে আটক করতে সক্ষম হয়। পরে জীবননগর থানায় সংবাদ দিলে তারা এসে তাদের হেফাজতে থানায় নিয়ে যায়।
