ইহা চুয়াডাঙ্গা জেলার একমাত্র সরকারী টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান । এখানে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার সুযোগ রয়েছে । এখানে চারটি বিভাগ/ডিপার্টমেন্ট রয়েছে – ক) ফার্ম-মেশিনারী, খ) ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন, গ) জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এন্ড মেইনটেন্যান্স ও ঘ) অটোমোবাইল । ইহা একটি বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান ।
প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
ছবি | নাম | পদবি |
---|---|---|
![]() |
মো: মাশরেকুল ইসলাম
|
অন্যান্য শিক্ষকদের তালিকা
মেধাবী ছাত্রবৃন্দ
*২০১১ সালে এস এস সি -তে ০৩ জন প্রখম GPA-5 প্রাপ্ত হয় ।
১। আশিক কুমার ঘোষ, বোর্ড রোল নং-৫৩৫৮১৪, অটোমোবাইল বিভাগ ।
২। মো: সোহাগ রানা, বোর্ড রোল নং-৫৩৫৮৯৭, ইলেকট্রিক্যাল বিভাগ ।
৩। মোছা: ফাতিহা ফিজা, বোর্ড রোল নং- ৫৩৫৯৪৬, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন বিভাগ ।
*২০১২ সালে এস এস সি -তে ০৯ জন GPA-5 প্রাপ্ত হয় ।
১। মিথুন কুমার হালদার, বোর্ড রোল নং-২৪০৪৮৯, অটোমোবাইল বিভাগ ।
২। মো: মুশিবুল ইসলাম, বোর্ড রোল নং-২৪০৫০৩, অটোমোবাইল বিভাগ ।
৩। মো: সাকিব আল হাসান, বোর্ড রোল নং-২৪০৫৪৪, ফার্ম-মেশিনারী বিভাগ ।
৪। মো: আমিনুল ইসলাম , বোর্ড রোল নং-২৪০৫৯৭, ইলেকট্রিক্যাল বিভাগ ।
৫। মো: হমায়ুন কবির, বোর্ড রোল নং-২৪০৬২২, ইলেকট্রিক্যাল বিভাগ ।
৬। মো: খালেকুজ্জামান, বোর্ড রোল নং-২৪০৬৩৩, ইলেকট্রিক্যাল বিভাগ ।
৭। মো: শামিম রেজা, বোর্ড রোল নং-২৪০৬৩৬, ইলেকট্রিক্যাল বিভাগ ।
৮। মো: সাদ্দাম হোসেন, বোর্ড রোল নং-২৪০৬৩৮, ইলেকট্রিক্যাল বিভাগ ।
৯। মো: মাহাবুল হক, বোর্ড রোল নং-২৪০৬৪১, ইলেকট্রিক্যাল বিভাগ ।
* ২০১৩ সালে এস এস সি -তে ০৭ জন GPA-5 প্রাপ্ত হয় ।
১। মো: রেজওয়ান সাকিব, বোর্ড রোল নং-৪৪০৪৪৬, ফার্ম-মেশিনারী বিভাগ ।
২। মোছা: সানজিদা ইয়াসমিন, বোর্ড রোল নং- ৪৪০৪৯৭, ফার্ম-মেশিনারী বিভাগ ।
৩। মোছা: রোমানা খাতুন, বোর্ড রোল নং- ৪৪০৫৭১, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন বিভাগ ।
৪। মো: আকাশ আলী, বোর্ড রোল নং- ৪৪০৫৩১, ইলেকট্রিক্যাল বিভাগ ।
৫। মো: বশির আহমেদ, বোর্ড রোল নং- ৪৪০৫৩২, ইলেকট্রিক্যাল বিভাগ ।
৬। নুর মোহাম্মদ বিশ্বাস, বোর্ড রোল নং- ৪৪০৫৩৪, ইলেকট্রিক্যাল বিভাগ ।
৭। মোছা: মায়েশা বিলকিছ, বোর্ড রোল নং- ৪৪০৫১৬, ইলেকট্রিক্যাল বিভাগ ।