অনলাইন ডেস্ক: ধূমপান না করেও পুরুষের তুলনায় নারীরা বেশি ধূমপান জনিত ক্যান্সার কিংবা দুরারোগে আক্রান্ত হন। এমন তথ্যই উঠে এসেছে টরেন্টো বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায়।
গবেষণায় বলা হয়, আফ্রিকা-আমেরিকার নারীদের মধ্যে ধূমপান জনিত ক্যান্সারে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। অধূমপায়ী ৭ শতাংশ আফ্রিকা-আমেরিকার অধিবাসীর মধ্যে ৫.২ শতাংশই শ্বেতাঙ্গ। আর প্রায় ২ শতাংশ নারীই বৃদ্ধ শ্বেতাঙ্গ; যা অবাক বিষয়।
আমেরিকা অধিবাসীদের অধিকাংশের মৃত্যুর অন্যতম প্রধান কারণ- ধূমপানজনিত দুরারোগ্য রোগ কিংবা ভয়াবহ ক্যান্সার। যা সঙ্গিনীর ধূমপানের প্রভাবে সংঘটিত হয়।
স্বামীর ধূমপানের কারণে সকল নারীদের দুরারোগ্য ব্যধি কিংবা রোগ হওয়ার জন্য একটা বড় ফ্যাক্টর। তাছাড়া গবেষণায় আরো উল্লেখ্য, ক্যান্সার রোগে আক্রান্ত হওয়া রোগীদের ২৫ শতাংশ আছেন; যারা কখনই ধূমপান করেন নি।
গবেষণাটি এ সপ্তাহে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব ক্রনিক ডিজিজ’ নামে একটি সাময়িক পত্রিকায় প্রকাশ পায়।