চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছুটিপুর গ্রামে ছিনতাইকারীদের কবলে পড়ে নগত ৮০হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ও ছিনতাইকারীদের মারপিটে দু’জন আহত হয়েছে।আহত দু’জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে অত্র এলাকার পুলিশ ফাড়ীর সদস্যরা ঘটনাস্হল পরিদর্শন করেছেন। জানাগেছে যে গত বুধবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের এলাহি বকসের ছেলে ফজলুর রহমান ও তার ভগ্নিপতি মুক্তার এক সাথে ব্যবসা করে। করিমন যোগে মুদি দোকানের মালামাল উক্ত ইউনিয়নের দোকানে দোকানে সরবরাহ করে। গত বুধবার ছুটিপুর এলাকায় মালামাল সরবরাহ করে টাকা নিয়ে ফিরছিলেন ফজলুর রহমান। ছুটিপুর-ভগিরথপুর সড়কের ভেদাগাড়ি কবরস্থানের নিকট পৌঁছুলে ছিনতাইকাইদের কবলে পড়েন তারা। ফজলুকে মারপিট করে। করিমন চালক রুবেল হোসেনকেও মারপিট করে ছিনতাইকারীরা। ছিনতাইয়ের পর রুবেল ঘটনাস্থলে পড়ে থাকলেও ফজলু দৌড়ে চিৎকার দিতে দিতে ভগিরথপুরের দিকে ছুটে গিয়ে গ্রামবাসীকে জানায়। গ্রামবাসী ঘটনাস্থলে এসে করিমন চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
