আলোকিত ডেক্স : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজ্রাপুর হঠাৎপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটের সদস্যরা। ওই বাড়িতে আত্মঘাতী হামলায় ২ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান।
আজ রবিবার, ০৭ মে সকাল থেকে এ জঙ্গি অভিযান শুরু করে সিসিটিসি ইউনিট।
ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় সিসিটিসি ইউনিটের একজন ডিসিসহ ২ জন আহত হয়েছেন।