আলমডাঙ্গা অফিস: হাজার চেষ্টা করেও বাঁচানো গেল না আলমডাঙ্গার উদয়পুরের ১০ম শ্রেণিতে পড়ুয়া কিশোর বাপ্পিকে। ৬ মে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয় বাপ্পি। গতকাল ৮ মে সোমবার ভোর রাতে ঢাকাস্থ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামের পিন্টু রহমানের ছেলে বাপ্পি। পার্শ্ববর্তি কাঁটাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিলেন। সে গত ৬ মে দুপুরে মোটর সাইকেল চড়ে ঘুরে বেড়ানোর সময় পাশের হারদী গ্রামের মাঠের ভেতর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে। এতে মারাক্তক আঘাত লাগে মাথায় ও রক্ত ঝড়তে থাকে। তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্তার অবনতি ঘটলে পরে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
Check Also
জীবননগর হাসাদহে ৩ দিনের ক্রিকেট টেস্ট খেলার উদ্ভোধন
ফেরদৌস ওয়াহিদ : জীবননগর উপজেলার হাসাদহে ৩ দিনের ক্রিকেট টেস্ট খেলার উদ্ভোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার …