আলমডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার তিয়রবিলা গ্রামের ত্রাস ওল্টুসহ ৫ জনকে আটক করা হয়েছে বলে এলাকায় জোর গুঞ্জন উঠেলেও কতটা সত্য তা নিশ্চিত করা সম্ভব হয়নি এখন পর্যন্ত। কোর্টচাদপুর থেকে পরশু আটক করা হয়েছে বলে গুঞ্জন উঠলে র্যাব ও গোয়েন্দা পুলিশের সাথে যোগাযোগ করে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। ওল্টু তিয়রবিলা বাগানপাড়ার ঝড়-ম-লের ছেলে। তার বিরুদ্ধে গণহারে চাঁদাবাজি, একের পর এক খুনসহ বহু অভিযোগ রয়েছে। সর্বশেষ গত ১৮ এপ্রিল রাতে কায়েতপাড়া বাঁওড় মৎস্যজীবী সমিতির সভাপতি জিয়াউর রহমান জিয়াকে গুলি করে খুন করে। খুনের সাথে জড়িতদের কয়েকজন পুলিশের হাতে ধরা পড়লে তারা স্বীকারোক্তি মূলক জবানবিন্দ দেয়। তাতে ওল্টুর নাম রয়েছে। ওল্টুই সরাসরি গুলি করে বলে তারা তাদের জবানিতে বলে। স্থানীয়রা বলেছে, ওল্টু এলাকায় একের পর এক অপরাধমূলক অপকর্ম করে প্রকাশ্যেই ঘুরতো। জিয়া খুনের পর সে আত্মগোপন করে। অবশেষে কোর্টচাদপুর থেকে তাকে আটক করা হয়েছে বলে জোর গুঞ্জন উঠেছে।
