চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ নবাগত জেলা প্রশাসক জনাব জিয়াউদ্দীন আহমেদ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০.০০ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব জিয়াউদ্দীন আহমেদ। আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু সহ অনেকে। উক্ত সভায় উপস্থিত থাকা সবাই সবার স্ব স্ব বক্তব্য উপস্থাপন করেন। সভায় উপস্থিত থাকা লোকজন চুয়াডাঙ্গার বিভিন্ন ত্রুটিপূর্ণ স্থানের কথা তুলে ধরেন। জেলা প্রশাসক সব কাজ সমাধানের আশ্বাস ব্যক্ত করেন। মাদক নিয়ন্ত্রণ সম্পর্কে, বাল্যবিবাহ সম্পর্কে পদক্ষেপ নেওয়ার কথা বলেন। মাথাভাঙ্গা সেতু নতুন করে নির্মান সহ চুয়াডাঙ্গাকে যানজট মুক্ত করার ঘোষনা দেন। চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী, এ বিষয়ে স্বীকৃতি পাওয়ার জন্য যা যা করার প্রয়োজন সেভাবে ব্যবস্থা গ্রহন করার আশ্বাস ব্যক্ত করেন। এছাড়াও জেলা প্রশাসক বলেন যে, মাদকাসক্ত নিয়ন্ত্রণ করতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে।
