অমিত সরকার (মহেশপুর ,ঝিনাইদহ) থেকে : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় উপর দিয়ে আজ শনিবার বিকাল ৫ টার দিকে কাল বৈশাখী ঝড় বয়ে গেছে।গত কয়েক বছরের তুলনায় ঝড়ের প্রকোপ ছিল এবার অনেকটা বেশী। শনিবার ছিল রৌদ ঝলমলে দিন হঠাৎ বিকাল ৫টার দিকে আকাশে মেঘ জমতে শুরু করে , মুহুতে’র মধ্যে কাল মেঘে ঢেকে যায় আকাশ তারপর ঝড়ো হাওয়ার সাথে শুরু হয় ঝড়। প্রায় ঘন্টা খানিক প্রবল ঝড় এবং বৃষ্টি হয়। এতে উপজেলার বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, সড়ক গুলোর উপর গাছপালা ভেঙ্গে পড়ে যানচলাচলের ব্যাহত হচেছ, বিভিন্ন বসত বাড়ি ঘর উড়ে গেছে। উপজেলার সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে খালিশপুর, নেপা, ভৈরবা, সামন্তা, পুড়াপাড়া, দওনগর, নাটিমা ইত্যাদি অঞ্চলে।
খালিশপুরের স্থানিয় বাসিন্দা হাবিবুর রহমান হবি বলেন মহেশপুরে এধরনের ঝড় গত কয়েক বছর দেখা যায় নি।

SONY DSC