উত্তরখানের মাজার এলাকায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেট বেপরোয়া। প্রকাশ্যে মাজারের আশ পাশের এলাকা গুলোতে মাদক বেচা কেনা চলছে অবাধে। অত্র মাজার এলাকায় প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকার ইয়াবা, গাজা, ফেন্সিডিল বেচা কেনা চলে জানা যায় স্থানীয় সূত্রে। অত্র এলাকার মাদক ব্যবসায়ীদের গডফাদার কালা মানিক ও তার ছেলে কাvলা সজিব এদের নিয়ন্ত্রনে অর্ধ শতাধিক মাদক ব্যবসায়ী রয়েছে। ওদের ব্যবসার নব কৌশল মুঠো ফোনে বিভিন্ন মাদক সেবন কারীদের বাসায় ও বিভিন্ন রাস্তায় পৌছিয়ে দিয়ে থাকে। গত ১১/০৫/২০১৭ তারিখ রাতে মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রিতে বাধা দিলে মাদক ব্যবসায়ী কালা মানিক, কালা সজিব ও শামিম সহ তাদের সহযোগিরা এলাকার শান্তি প্রিয় যুবক নুরুল ইসলাম, সজিব, তোফাজ্জল সহ আরো অনেকের উপর হামলা চালায়। এই সময় স্থানীয় লোকজন মাদক ব্যবসায়ীদের গণহারে পিটিয়ে এলাকা ছাড়া করে। এসময় শামিম সহ মাদক ব্যবসায়ীরা আহত হয়। পরবর্তীতে মাদক ব্যবসায়ী শামিম উত্তরা একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। মাদক ব্যবসায়ী শামিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ আছে। কিছু দিন আগেও ২০০ পিছ ইয়াবা সহ শামিম উত্তরখান থানায় গ্রেফতার হয়, দীর্ঘদিন জেল হাজতে ছিল বর্তমানে শামিমের সহযোগী মাদক ব্যবসায়ীরা এলাকার লোকজন কে হুমকি দিচ্ছে ও উত্তরখান থানা পুলিশের সহগোগিতায় বিভিন্ন লোকজনের বিরুদ্ধে একটি মিথ্যা ও বানোয়াট মামলা করার পায়তারা করছে। জানা যায় এই মাদক ব্যবসায়ী সিন্টিকেটের অত্যাচারের মাজার এলাকার আশ পাশে লোক জন অতিষ্ট। দীর্ঘ দিন ধরে এই চক্র এলাকায় সক্রিয় মাদক ব্যবসা দখলবাজী, চাদাবাজী, ফিটিংবাজী করে বেড়ায়াচ্ছে। মাদক ব্যবসা দখল নিয়ে এলাকার লোকজন কে হয়রানী করে বেড়ায়। তাদের এই অত্যাচার থেকে পরিত্রান চায় এলাকার সাধারণ জনগণ।
