হাসাদাহ প্রতিনিধি ঃ জীবননগর উপজেলার হাসাদাহ বাংলালিংক টাওয়ারের অধীনে বাংলালিংক গ্রাহকরা চরম দূর্ভোগে দিন কাটাচ্ছেন। একটু কিছু হলেই চুন আনতে পান খসে পড়ে। জানা যায়, দীর্ঘ কয়েক মাস যাবত হাসাদাহ বাংলালিংক টাওয়ারের অধীনে বাংলালিংকের নেটওয়ার্কের সমস্যার কারনে বাংলালিংক গ্রাহকরা চরম দূর্ভোগে দিন কাটাচ্ছেন। ইতিপূর্বে অনেকবার এই সমস্যাটি নিয়ে পত্র পত্রিকায় লেখালেখি করেও কোন সুফল পাওয়া যায়নি। ঝড় বৃষ্টি প্রাকৃতিক দূর্যোগ সহ কোন কারন ছাড়াই বাংলালিংক টাওয়ারের নেটওয়ার্ক হারিয়ে যায়। যার কারনে বাংলালিংক গ্রাহকরা অন্যন্য মোবাইল অপারেটর উপর ঝুকে পড়ছে। উক্ত সমস্যাটি নিয়ে এলাকার বাংলালিংক সিম ব্যবহারকারী সর্বসাধরনের সাথে কথা বললে তারা বিভিন্ন রকম অভিযোগ ও তাদের দূর্ভোগের কথা অত্যান্ত ক্ষোভের সাথে প্রকাশ করেন। এই বিষয়টি নিয়ে বাংলালিংক নেটওয়ার্ক পরিচালনাকারী উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বললেও তারা কোন কার্যকরী ব্যবস্থা গ্রহন করেননি। উক্ত সমস্যাটি যাতে দ্রুত সমাধান হয় সে জন্য বাংলালিংক নেটওয়ার্কের সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন।
