হাসাদাহ প্রতিনিধি ঃ জীবননগর উপজেলা হাসাদাহ বাজারে মাদক ব্যবসায়ীরা এখন প্রসাশনকে ম্যানেজ করে ভারতীয় দাদাদের দেওয়া মরন নেশা ইয়াবা, হিরোইন, ফেনসিডিল ও গাজার মত ভয়ানক নেশা জাতীয় মাদক দ্রব্য প্রকাশ্য দিবালোকে বিকিকিনি করছেন। নাকের ডোগাই পুলিশ ক্যাম্প থাকা সত্বেও মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবসা রিতি মত চালিয়ে যাচ্ছেন । তারা যেন প্রসাশনকে নিজের আতœীয় মনে করেন। জানা যায়, জীবননগর উপজেলা হাসাদাহ বাজারে মাদক ব্যবসায়ীরা এখন প্রকাশ্য দিবালোকে যেখানে সেখানে ভারতীয় দাদাদের দেওয়া মরন নেশা ইয়াবা, হিরোইন, ফেনসিডিল ও গাজার মত ভয়ানক জাতীয় নেশা দ্রব্য বিক্রি করছেন । হাসাদাহ বাজার এখন মাদক ব্যবসায়ীদের বেচা কেনার প্রধান ঘাটি হয়েছেন যার ফলে অত্র এলাকার উঠতি বয়সের যুব সমাজ খুব সহজেই ধংসের দিকে চলে যাচ্ছেন। উক্ত বিষয়টি নিয়ে এলাকার সুধি মহলের সাথে কথা বললে তারা অত্যান্ত ক্ষোভের সাথে দুঃখ প্রকাশ করে বলেন যে, প্রশাসন যদি একটু নজর দিতেন তাহলে মনে হয় এই সমস্ত মাদক ব্যবসায়ীরা এত তৎপর হতেন না। কেন যানিনা প্রশাসন এত নিরব ভুমিকা পালন করছেন। জানিনা এদের খুটির জর কোথায়, নাকি সবাই এখন তাদের কাছে জিম্মি হয়ে গেছেন এমন প্রশ্ন এখন জনমনে। নাম প্রকাশে অনিচ্ছুক এমন এক ব্যাক্তি অভিযোগ করে বলেন যে, গত কয়েক দিন আগে হাসাদাহ বাজারে অবস্থিত ভাটাম গাছের নিচে ইয়াবার দর কসাকসি নিয়ে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মধ্যে হাতা হাতির সৃষ্টি হয়েছে। অপর দিকে এমন কথাও শুনা যায় যে, মাদক ব্যবসায়ীরা জোর গলাই বলে বেড়ান যে, আমরা এলাকার প্রশাসন মহলকে মাসিক মোটা অংকের মাসোয়ারা দিয়ে থাকি । উক্ত বিষয়টি নিয়ে পত্র পত্রিকায় অনেক বার লেখা লেখি করেও তার কোন সুফল হয়নি। তাই এলাকার সুধি সমাজ ও অভিভাবক মহলের প্রশাসনের প্রতি আবারো বিনীত আবেদন এই যে, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আইনের মাধ্যমে কঠিন শাস্তির ব্যবস্থার দাবি জানিয়েছেন পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের প্রতি। আর যেন কারোর সন্তান এই মাদকের নেশাই আশক্ত হয়ে অকালে নষ্ট না হয়ে যায়।
