কামরুজ্জামান লেমন: আলুকদিয়ায় মটরসাইকেলের সাথে সাইকেলের সংঘর্ষে একজন মারাত্মক আহত হয়েছে।আলুকদিয়া তেলপাম্পের কাছে এই দূর্ঘটনাটি ঘটে মোটরসাইকেল আরোহীর কোনো পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের সৌরভ হোসেনের ছেলে আব্দুল্লাহ(২৮) দুপুর তিনটার দিকে বোনের বাড়ি আলুকদিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়।আলুকদিয়া তেলপাম্পের নিকট পৌছালে অদূর থেকে আসা মটরসাইকেল আব্দুল্লাহককে জোরে ধাক্কা দেয়।আব্দুল্লাহ ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসকে খবর দেয়।ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌছালে,ফায়ার সার্ভিসের গাড়িতে করে তাকে সদর হাসপাতালে আনা হয়।তার মাথায় ও শরীরে প্রচন্ড আঘাত লাগে।আব্দুল্লাহ এখন পর্যন্ত সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।