অমিত সরকার ,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ মহেশপুর উপজেলার ১ নং এস,বি,কে ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ১ কোটি ১২ লক্ষ ৪৯ হাজার দুইশত পয়ত্রিশ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে চেয়ারম্যান আরিফান হাসান (চৌধুরী) লুথান ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ১ কোটি ১২ লক্ষ ৪৯ হাজার দুইশত পয়ত্রিশ টাকার বাজেট ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন এস,বি,কে ইউনিয়ন আওয়ামীগের সভাপতি নজরুল ইসলাম বগা, মহেশপুর উপজেলা আওয়ামীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক (শিল্পী), এস,বি,কে ইউনিয়ন আওয়ামীগের যুগ্ম সম্পাদক বদরুদ্দিন, খালিশপুর ৫৮ বিজিবির হাবিলদার মকলেচুর রহমান, প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল জলিল, ইউপি সচিব অধির কুমার পাল ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য মোঃ বদরুদ্দিন।
