হাসাদাহ (জীবননগর) প্রতিনিধি : জনতা ব্যাংক লিমিটেড হাসাদাহ শাখার উদ্যোগে খেলাপী ঋন আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় জনতা ব্যাংক লিমিটেড হাসাদাহ শাখা কার্যালয়ে এ খেলাপী ঋন আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত খেলাপী ঋন আদায় ক্যাম্প থেকে মোট ৪০ জন কৃষকের কাছে থেকে মোট ৪ লক্ষ ৪৮ হাজার টাকা খেলাপী ঋন আদায় করা হয়। উক্ত খেলাপী ঋন আদায় ক্যাম্পে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক হাসাদাহ শাখার ব্যবস্থাপক জনাব ই¯্রাফিল হোসেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনতা ব্যাংক হাসাদাহ শাখার সহকারী ব্যবস্থাপক আব্দুল কুদ্দুস, অফিসার (ক্যাশ) সাইদুর রহমান, শেখ রিফফাত নওরীন, অত্র শাখার সাপোর্টিং কর্মচারী সালাউদ্দিন সহ অত্র শাখার সম্মানিত গ্রাহক ও ব্যবসায়ীবৃন্দরা। উক্ত খেলাপী ঋন আদায় ক্যাম্পের সার্বিক পরিচালনা করেন পল্লী ঋন কর্মকর্তা রাশেদুল করিম।
