অমিত সরকার ,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে খোকন হাজীর আবাসিক হোটেলে চলছে নিয়মিত দৈহিক ব্যবসা, বিজিবি’র ল্যান্স নায়েক আপত্তিকর অবস্থায় মহেশপুর থানা পুলিশের হাতে আটক।থানা সূত্রে প্রকাশ, শনিবার সকালে মহেশপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর বাজারে খোকন হাজীর আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় আপত্তিকর অবস্থায় হোটেেেলর ৫নং রুম থেকে ঝিনাইদহ ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতায় লড়াইঘাট বিজিবি ক্যাম্পের ন্যান্স নায়েক তাজুল ইসলাম(৩০) ও মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের অহিদুল ইসলামের কলেজ পড়–য়া মেয়ে জান্নাত আরা(১৭) কে আটক করে। আটককৃত বিজিবি’র ল্যান্স নায়েক তাজুল ইসলাম চাঁদপুর জেলার মেনাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। নাম প্রকাশ না করার শর্তে হোটেলের একজন কর্মচারী জানায়, এই আবাসিক হোটেলের মালিক দীর্ঘদিন যাবৎ খালিশপুর বাজারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ দৈহিক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে হোটেলের মালিক খোকন হাজীর সাথে যোগাযোগ করলে তিনি কিছু জানেন না বলে জানান। মহেশপুর থানার অফিসার ইনচার্জ আহম্মেদ কবির জানান, খোকন হাজীর আবাসিক হোটেল থেকে আটককৃত তাজুল ইসলাম ৫৮ বিজিবি’র সদস্য। আমরা বিষয়টি ৫৮ বিজিবিকে অবগত করেছি তারা লিখিতভাবে বিজিবি’র আইনে বিচারের জন্য তাদের দপ্তরে নিয়ে গেছে। উল্লেখ্য খোকন হাজীর আবাসিক হোটেলে ইতিপূর্বে কয়েকবার এ ধরণের আপত্তিকর ঘটনা ঘটেেেছ। এলাকাবাসী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
