কামরুজ্জামান লেমন:শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করন,৫%বার্ষিক প্রবৃদ্ধি,পূণাঙ্গ উৎসব ভাতা,বৈশাখী ভাতা ও নন-এম পিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) এর
শিক্ষক -কর্মচারী সমাবেশ এর আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রানের সমাবেশ, প্রানের মেলা, আর এই প্রানের মেলা থেকে প্রানের দাবী আদায়ের জন্য এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব সোলায়মান হক জো: সেলুন, গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য চুয়াডাঙ্গা -২ আসনের এমপি জনাব আলী আজগার টগর, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব অধ্যক্ষ মো: শাহজাহান আলম সাজু (সদস্য সচিব, শিক্ষক -কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও সাধারন সম্পাদকক, স্বাধীনতা শিক্ষক পরিষদ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএম জাকিরহোসেন(পরিচালক,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা), জনাব শেখ সামসুল আবেদীন খোকন ( চেয়ারম্যান, জেলা পরিষদ,চুয়াডাঙ্গা), জনাব মো: ওবাইদুর রহমান চৌধুরী (জিপু)(মেয়র,চুয়াডাঙ্গা পৌরসভা ও সভাপতি, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা)।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু । এসময় আরো বক্তব্য রাখেন টি এম জাকির হোসেন, চুয়াডাঙ্গার পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, অধ্যক্ষ নুরজাহান শারমীন, দেলোয়ার হোসেন, আতাউর রহমান, নুর হোসেনসহ প্রমুখ।সভায় বক্তারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে স্বাধীনতা শিক্ষক পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে একাত্বতা ঘোষণা করেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃফজলুর রহমান।

Before when I experienced a boyfriend””””(been some time) I would ware his little guy out nevertheless, that
thing is freakin bionic. There are a great deal of erotic story websites online to
feast the mind on. Vest pussy Rabbit vibrator could be a
two-pronged vibrator which might be use to stimulate both vagina and clitoris.
Ses autres modes bien-aimé à travers cette période de votre temps ont été
ses lignes A et Y. Jelly rubber toys are constructed from PVC and chemical softeners called phthalates.
It will be the responsibility from the service provider to help
keep a technical team that may deal with each of
the issues at one time. In addition, scarcity of electric powered wires enables fewer “clutter,” prescribing free from injury towards the appearance associated having a constructing. Best Feature: GPS Coordinates of where your picture was snapped.
Arlo’s camera’s are powered by 4 CR123 lithium 3-volt batteries, that are pricey, but you may find generic batteries online fairly inexpensively. You just ought to put your finger on touch ID screen and you are going to be identified to guarantee you happen to be buying and it is really a fraud.