আজ থেকে ১ বছর আগে ঠিক এ দিনেই আমার বাবা ঢাকা মেডিকেল কলেজের নেফ্রলজী বিভাগে দুটি কিডনি বিকল হয়ে মারা যান । মাথার উপর থেকে বট বৃক্ষের ছায়ার মত এতদিন যে মানুষটি আগলে রেখেছে আকস্মিক আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। এভাবে চলে যাওয়ায় আমরা হয়ে গেলাম অসহায়, সাংসারিক …
Read More »