মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার নুুরপুর গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ফিরাতুল ইসলাম (৪৪) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত দুটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অাগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ। নিহত ফিরাতুল ইসলাম সদর উপজেলার পিরোজপুর গ্রামের আয়ুব আলীর ছেলে।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব জানান, নুরপুর গ্রামের আশরাফুল ইসলাম খোকনের কাঁঠালবাগানে সন্দেহভাজন একদল সন্ত্রাসী অবস্থান করছিল। গোপনসূত্রের খবরে সেখানে পুলিশের একটি দল পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধ হয়। দুর্বৃত্তরা পিছু হটলে পুলিশ ফিরাতুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। সেখান থেকে একটি এলজি সার্টারগান, ৫ রাউন্ড গুলি, ৫ ককটেল ও তিনটি রামদা (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়।
বন্দুকযুদ্ধে পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। ফিরাতুল এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী-ডাকাত ছিল জানিয়ে সহকারী পুলিশ সুপার আরও বলেন, নিহতের নামে সদর ও মুজিবনগর থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ১০টি মামলা রয়েছে।