রায়পুর (জীবননগর) প্রতিনিধি : জীবননগর উপজেলার রায়পুরে চুরি করতে যেয়ে গণধোলাইয়ে চোর গুরুতর আহত হয়েছে। গত মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনার বিবরনে জানা যায়, জীবননগর উপজেলার রায়পুর গ্রামের কামারপাড়ার কাওসার আলীর ছেলে ইদরিস আলী (৩৫) এর বাড়িতে রাত আনুমানিক ১১টার দিকে চুরি করতে যায় একই গ্রামে বসবাসকারী আবুল কাশেম এর ছেলে রবিউল ইসলাম (২৫)। এই সময় বাড়ির মালিক ইদরিস আলী তাকে হাতেনাতে ধরে ফেলে এবং দুর থেকে ইট নিক্ষেপ করে এই সময় চোর রবিউল মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঐ জায়গাতেই মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় জনতা এসে তাকে গণধোলাই দিয়ে তাকে ছেড়ে দেয়। এই চুরির ঘটনাটা সম্পর্কে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান যে, রবিউল ইসলামের বিরূদ্ধে এলাকার বিভিন্ন চুরির ঘটনার সাথে সম্পৃক্ততা রয়েছে এবং ইতিপূর্বেও সে অনেকবার চুরি করতে যেয়ে ধরা পড়েছে।
