অমিত সরকার (মহেশপুর ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ বুধবার দুপুরে ২৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শাহাজান আলীকে (৪৮) আটক করেছে।
পুলিশের হাতে আটক কৃত শাহজাহান আলী জীবননগর পৌর এলাকার সদর পাড়ার রতন মিয়ার ছেলে। আজ দুপুরে তাকে মহেশপুর উপজেলার শিশুতলা বাজার থেকে আটক করা হয়েছে।
মহেশপুর থানার এএসআই উত্তম কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলার শিশুতলা নামক স্থানে অভিযান চালিয়ে শাহজাহান নামের মাদক ব্যবসায়ীর শরীর থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সে একজন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।
