মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর বাজারে আব্দুল আজিজ ক্লিনিককে তদন্ত রিপোর্টের ভিত্তিতে বন্ধ ঘোষণা করা হয়েছে। অবৈধভাবে চালানোর অভিযোগে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রাপ্ত সূত্রে প্রকাশ, বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের ভিত্তিতে তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে ঝিনাইদহ সিভিল সার্জন গত ১১ জুন ক্লিনিকটি বন্ধ ঘোষণা করে। ক্লিনিক কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে ক্লিনিক চালানোর অভিযোগে মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাফুর রহমান ৫০ হাজার টাকা জরিমানা করেন। আব্দুল আজিজ ক্লিনিকের মালিক আবুল বাশার খোকন হাজীকে অবৈধভাবে ক্লিনিক চালানোর কারণে আদালত ১৫ দিনের জেল দিয়েছেন। এদিকে মুক্তি ক্লিনিকের মালিক পালিয়ে যাওয়ার কারণে তাকে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
