আলমডাঙ্গা প্রতিনিধিঃ সরেজমিনে জানা যায় , সকাল ১০ টার সময় উক্ত গ্রামের দক্ষিন পাড়াতে একটি বাড়ির পাশে সন্ধেহ জনক ভাবে ঘোরা ঘুরির সময় বাচ্চা দের চিৎকারে এলাকার লোকজন দ্বারা উক্ত অপহরন কারী পালানোর সময় আটক করা হয় ।আটক এর পর তাকে প্রশ্ন করা হলে তিনি (অপহরন কারী)৪৫ স্বাভাবিক ভাবে সকল প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে ।তার কাছে থাকা একটি ব্যাগ ,দড়ি, ২ টি ফুল পালানোর পথে ফেলে দেয় ।অনেক খোঁজা খুজির পর আর সেগুলো কে পাওয়া যায়নি ।উৎসুক জনতা পুলিশ কে খবর দিলে দূর্লভপুর ক্যাম্প ইনচার্জ শাহিনুজ্জান ঘটনাস্থলে আসে এবং বলেন আমরা বিষয় টা তদন্ত করে দেখব এবং সন্দেহ জনক ব্যক্তিকে নিয়ে যায় ।
