বিভিন্ন পত্র-পত্রিকায় খালিশপুরের আব্দুল আজিজ ক্লিনিক অবৈধ ও সিলগালা প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২৪ মে দৈনিক যশোর, দৈনিক গ্রামের কাগজ,দৈনিক ইত্তেফাক, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকাসহ বিভিন্ন অললাইন পত্রিকায় “মহেশপুরে আব্দুল ক্লিনিকে নব-জাতকের মৃত্যু, ডাক্তার নাস’ ছাড়ায় চলছে রমরমা চিকিৎসা ব্যবসা “শিরোনামে একটি খবর প্রকাশিত হয়, উক্ত খবর প্রকাশিত হবার পর ঝিনাইদহ সিভিস সাজেন্ট একটি তদন্ত কমিটি গঠন করে এবং কমিটি তেমন কোন অনিয়ম এখানে পায় নাই পরবতীতে মহেশপুরের নিবাহী কমকতা জনাব আশাফুর রহমান ভ্রাম্যমান আদ্লতের মাধ্যমে আমার ক্লিনিকে অভিযান চালায় এবং তিনি ক্লিনিকের কাগজপত্র,যন্ত্রপাতি ,পরিবেশ দেখে সন্তোস প্রকাশ করেস কিন্তু সেই মুহুতে আমাদের সবক্ষনিক ডাক্তার না থাকার জন্য আমাদের প্রতিষ্ঠানের মালিক কে ১৫ দিনের জেল দেয়। বতমানে আমাদের ক্লিনিক প্রশাসনের নিয়ম নীতি মেনে বৈধ ভাবে চালানো হচেছ, কিন্তু পরবতীতে ১৩জুন বিভিন্ন পত্র-পত্রিকায় অবৈধ আব্দুল আজিজ ক্লিনিক সিলগালা এবং মালিকের ৫০ হাজার টাকা জরিপানা করা হয়েছে উক্ত খবরটি আমার দৃষ্টি গোচর হয়েছে ,উক্ত পত্র-পত্রিকায় সমূহে যে ক্নিনিক সিল গালা এবং ৫০ হাজার টাকা জরিপানা তা আদৌ সত্য না, কিছু স্বাথেন্বাসী মহল ক্ষতি করার জন্য এ সকল মিথ্যা সাংবাদ গনমাধ্যমে উপস্থাপন করেছে, বতমানে উক্ত ক্লিনিক টি সরকারের নিয়মনীতি মেনে চালানো হচেছ, অভিজ্ঞ ডাক্তর দ্বারা অপরেশন করা হচেছ, বতমানে একটি মহল সবদা ভুল তথ্য সাংবাদিকদের কাছে সবারহ করে প্রতিষ্ঠানের ক্ষতির
জন্য চেষ্টা চলিয়ে যাচেছ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মো: আব্দুল হামিদ
ম্যানেজার
আব্দুল আজিজ ক্লিনিক
খালিশপুর বাজার ,মহেশপুর,ঝিনাইদহ।