মারুফ মালেক,জীবননগর (চুয়াডাঙ্গা) থেকে: জীবননগর পৌরসভাধীন রাজনগর গোরস্থানের প্রাচীর নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজের উদ্ধোধন করা হয়েছে। জীবননগর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম এ কাজের উদ্বোধন করেন।
সরকারের গ্রামীণ অবকাঠামো রক্ষণা বেক্ষণ(টি.আর) প্রকল্পের আওতায় গত ২০১৬-২০১৭ অর্থ বছরে রাজনগর গোরস্থানের প্রাচীর নির্মাণ,মাটি ভরাট,বর্ধিত স্থানে মাটি ভরাট,বর্ধিত স্থানে প্রাচীর নির্মাণ,মেইট গেটে প্রাচীর নির্ম্ণা ও নতুন তেতুলিয়া জামে মসজিদের উন্নয়নে অর্থ বরাদ্দ প্রদান করা হয়। এ কাজের উদ্বোধন কালে পৌর কাউন্সিলর সাংবাদিক আতিয়ার রহমান,সোয়েব আহম্মেদ অঞ্জন,সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মাহফুজা পারভিন বিউটি,আবুল কাশেম,আত্তাব উদ্দিন,আওয়ামীলীগ নেতা গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি লুৎ্রফর রহমান,সাধারণ সম্পাদক মুন্সী আব্দুর রকিব কিরণ,আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান,প্রাক্তণ প্রধান শিক্ষক নুরুল ইসলাম,কামরুজ্জামান খোকা প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজনগর গোরস্থানের উন্নয়ন কাজের অনুকুলে বরাদ্দ প্রায় ১১ লাখ টাকা। এ উন্নয়ন কাজের তদারকি করবেন নিয়োজিত পিআইসি পৌর কাউন্সিলর আবুল কাশেম ও আত্তাব উদ্দিন। র্জানগর গোরস্থানটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পরিচালিত হওয়ায় গোরস্থানের অবকাঠামো উন্নয়ন ছিল এলাকাবাসীর বহুদিনের প্রত্যাশিত স্বপ্ন। তাদের সে স্বপ্ন দীর্ঘদিন পর পুরণ হওয়ায় তারা পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
