গত ০২রা আগষ্ট বুধবার চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত প্রতিদিনের নতুন খবর ও দৈনিক মাথাভাঙ্গায় পত্রিকায় প্রকাশিত “জীবননগরে বিয়ের ২০ দিনের মাথায় চতুর্থ স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ! সব দৌড়ঝাপ ব্যার্থ:লাশ মর্গে পাঠালো পুলিশ” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও ভিত্তিহীন আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত সামাউল হক। প্রতিবাদলিপিতে তিনি বলেন যে, এলাকার কিছু মানুষ প্রতিহিংসামূলক আমার বিরূদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। পত্রিকায় প্রকাশিত আমার স্ত্রীকে পিটিয়ে হত্যার যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আসলে তার মাথার সমস্য ছিল। আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
