লিয়াকত হোসেন লিটনঃ ভূমি মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক, চুয়াডাঙ্গা জেলা প্রসাশকের আদেশে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর বাওড় আগামী ৬ বছরের জন্য ছোটশলুয়া মৎস্যজীবি সমবায় সমিতির কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে। বেগমপুর বিলটি ছোটশলুয়া মৎস্যজীবি সমিতির কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করায় এলাকার প্রকৃত মৎস্যজীবিরা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকলকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর বাওড় আগামী ৬ বছরের জন্য লীজের আওতায় ছোটশলুয়া মৎস্যজীবি সমিতির সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বেগমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা। গত ৩ আগষ্ট চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত ডেপুটি কালেক্টর পাপিয়া আক্তার বেগমপুর বিল/বাওড় টি ছোটশলুয়া মৎস্যজীবি সমিতির অনুকুলে অবিলম্বে হস্তান্তরে জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও বেগমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নিদের্শ প্রদান করেন। সে নির্দেশ মোতাবেক বেগমপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আতিকুল ইসলাম বেগমপুর বাড়ওটি আনুষ্ঠানিক ভাবে সমিতির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেছেন।।
