মোঃ মিঠুন মাহমুদ জীবননগর (চুয়াডাঙ্গা)প্রতিনিধি
জীবননগর-চুয়াডাঙ্গা প্রধান সড়কের মনোহারপুর নামক স্থানে অপরিকল্পিত ভাবে চটকা গাছের মাঝে রাস্তা নির্মিত হওয়ায় একটি বড় ধরনের দূর্ঘটনার আশস্কা রয়েছে । জীবননগর উপজেলার মনোহারপুর গ্রামবাসীর প্রাণের দাবী ছিল ঝুঁকিপুর্ন মনোহারপুর আকা -বাঁকা রাস্তাটি প্রসস্থ করা । দির্ঘ দিন পর অবশেষে জীবননগর উপজেলা প্রশাসনের অর্থয়ানে গত কয়েক মাস আগে ,রাস্তাটি আনুষ্ঠানিক ভাবে রাস্তার কাজের উদ্বোধন করা হয়। মনোহারপুর মেইন রাস্তা প্রসস্থ করণ কাজের উদ্বোধন হওয়ায় এলাকাবাসীর মধ্যে একটি স্বস্তীর নিঃশ্বাস ফেলতে দেখা গেছে ।এদিকে রাস্তার মাঝে বড় চটগা না কেটে অপরিকল্পিত ভাবে রাস্তার কাজ করায় এলাকাবাসীর মধ্যে একটি মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ।স্থানীয় এলাকাবাসী জানান, দির্ঘ দিন মনোহারপুর গ্রামের মেইন রাস্তাটি প্রসস্থ না হওয়ায় প্রায় ছোট-বড় দুর্ঘটনা হয়ে থাকে । পুর্বে যে সমস্যাটা ছিল এখন তার বেশি সমস্যা হবে বলে সকলে ধারনা করছেন ।যে ভাবে রাস্তা প্রস্থ করা হয়েছে ঠিক তার মাঝ খানে একটি বড় চটকা গাছ আছে । এ গাছটি রাস্তার মাঝ থেকে কেটে সরিয়ে না ফেললে যে কোন সময় একটি বড় দুর্ঘটনা হতে পারে । ।এদিকে স্থানীয় এলাকাবাসী সহ সুশিল সমাজের সকলে মনোহার পুর গ্রামের প্রসস্থ মেইন রাস্তার মাঝ থেকে চটকা গাছটি কেটে নেওয়ার জন্য উদ্ধতন কতৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছেন ।
