সজেদুর রহমান সাজুঃ চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা হাসাদাহ ইউনিয়নের কাটাপোল গ্রামে সর্প দংশনের শিকার হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। জানার যায়, গত শনিবার রাতে জীবননগর উপজেলা কাটাপোল গ্রামের মৃত আব্দুস ছাত্তারের স্ত্রী ছকিনা বেগম (৬৫) নিজ ঘরে মশারির মধ্য ঘুমন্ত অবস্থায় সর্প দংশনের শিকার হয়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত গ্রাম্য কবিরাজের কাছে নিয়ে যেয়ে ঝাড় ফুক দিয়ে বাঁচানোর চেষ্টা করেন । অবশেষে স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসাধীন অবস্থায় ছকিনা বেগমের মৃত্যু হয়। মৃত্যুর কারন সম্পর্কে ছকিনা বেগমের ছেলেদের সাথে কথা বললে তারা অত্যান্ত কষ্টের সাথে বলেন যে, আমরা আমার মায়ের চিৎকার শুনে দ্রত মায়ের কাছে ছুটে যায় যেয়ে দেখি মায়ের মশারির মধ্য একটা বিষধর সাপ আছে। রবিবার দুপুরে স্থানীয় পারিবারিক কবর স্থানে মরহুমার দাফন কার্য সম্পন্ন হয়।
