আলোকিত ডেক্স: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে ঢাকা মহানগর যুব মহিলা লীগের মিরপুর, শাহআলী, দারুস সালাম, রুপনগর থানার উদ্যোগে আলোচনা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনার চেষ্টা চলছে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
তিনি বলেন, ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব মহিলা লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিন।