হাসাদাহ প্রতিনিধি : জীবননগর উপজেলার হাসাদহে ৮৫ বছরের এক বৃদ্ধ গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রবিবার রাত আনুমানিক ১টার দিকে তার নিজ বাসভবন জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে গলায় ফাস দিয়ে আত্মহত্য করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। জানা যায়, জীবননগর উপজেলার বকুন্ডিয়া গ্রামের গোলাম হোসেন (৮৫) দীর্ঘদিন যাবত হাসাদাহ বাজারে তার ছেলের বাস ভবনে থাকতেন। রবিবার রাতে সে ছাদের ভেন্টিলিটারের সাথে দড়ি বেধে গলায় ফাস দিয়ে মৃত্যুবরন করেছেন। এই আত্মহত্যার বিষয়ে বৃদ্ধর ছেলে হারুন অর রশিদের সাথে কথা বললে সে আমাদেরকে জানান যে, আমরা রাতে সবাই ঘুমিয়ে ছিলাম। রাতে বাইরে যেয়ে দেখি আমার বাবা ঘরের বারান্দায় ছাদের ভেন্টিলিটারের সাথে গলায় ফাস দিয়ে ঝুলে আছে। আমরা দ্রুত তাকে নিচে নামিয়ে নিয়ে এসে দেখি আমার বাবা আর নেয়। হারুনের কাছে তার বাবার আত্মহত্যার কারন সম্পর্কে জানতে চাইলে সে আমাদেরকে জানায় আমার বাবা কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এই জন্যই হইত সে আত্মহত্যা করেছে। উক্ত আত্মহত্যার বিষয়টি জীবননগর থানা পুলিশকে জানানো হলে রবিবার সকালে জীবননগর থানার পুলিশ কর্মকর্তা আব্দুল হায় এর নের্তৃতে তার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং ঘটনাস্থল পরিদর্শন করে লাশ মর্গে পাঠায়।
