মোঃ মিঠুন মাহমুদ জীবননগর (চুয়াডাঙ্গা)প্রতিনিধি : জীবননগর উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে । সোমবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা সিনিয়ার মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২০১৭-১৮সালের রাজস্ব খাতের আওতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো.আ.লতিফ অমল ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,উপজেলা সমবায় অফিসার মতেহার হোসেন,উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার মাইনুল ইসলাম সহ উপজেলার মৎস্যজীবি ,মৎস্যচাষী ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন ।
