মাহফুজুর রহমান লিপু, মেহেরপুর প্রতিনিধি: মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সম্প্রাদায়দের নির্বিচারে নহত্যা,ধর্ষন,অগ্নিসংযোগের প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন করেছে ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ(এফ.এন.বি) এর গাংনী
উপজেলা শাখার কর্মকর্তাগনেরা।রোববার সকাল সাড়ে ৯টার সময় গাংনীর হাসপাতাল বাজারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয় । উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ(এফ.এন.বি) গাংনী উপজেলা শাখার সভাপতি ও সন্ধানি সংস্থার নির্বাহি পরিচালক আবু জাফর। এছাড়া মানববন্ধনে অংশ নেন ব্রাক এর ব্যবসহাপক মোশারফ সেন,পিএসকেএম এর প্রকল্প পরিচালক সুনিল কুমার রায়,প্রকল্প সমন্বয়কারি কামরুল ইসলাম,সমন্বয়কারি সাইফুল ইসলাম,ইউনিয়ন সমন্বয়কারি ফারহানা ইয়াসমিন সহ বিভিন্ন এনজিও এর প্রতিনিধিগন এ মানববন্ধনে অংশগ্রহন করেন ।
