অমিত সরকার (মহেশপুর)ঝিনাইদহ থেকে : ঝিনাইদহের মহেশপুরে খালাতো বোন কে ইভটিজিং করার দ্বায়ে খালাতো ভাইকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এক বছরের কারাদন্ড প্রদান করে।
প্রাপ্ত তথ্য অনুসারে জানা যায় যে, উপজেলার ভালাইপুর গ্রামের মকবুল ইসলামের মেয়ে বাথানগাছি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা কে তার আপন খালাতো ভাই বাথানগাছি গ্রামের মফিজুল ইসলাম (৩০) পিতা : আক্কাস আলী দীর্ঘ দিন যাবত উতক্ত করে আসছিল। এর পরিপেক্ষিতে শিক্ষিকা বোন মহেশপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করে এবং মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইভটিজিং এর দ্বায়ে বখাটে ভাই কে এক বছরের কারাদন্ড প্রদান করে।
