জীবননগর অফিসঃ একাধীক অপকর্মের হোতা লম্পট সুশান্ত পাল কতৃক নাবালিকা ৭মশ্রেনীর ছাত্রী সুমি খাতুনের ওপর শ্লীলতাহানীর বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় নির্যাতিতা জীবননগর উপজেলার দেহাটি গ্রামের দিনমজুর বিশারত আলীর মেয়ে কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী সুমী খাতুনের (১৩) মা রেবেকা খাতুন জীবননগর প্রেস ক্লাবে উপস্থিত হয়ে মৃত সিদাম পালের ছেলে সুশান্ত পাল কতৃক স্কুল ছাত্রী সুমির ওপর শ্লীলতাহানির অভিযোগ তুলে লিখিত ভাবে জীবননগর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ।এ সময় তিনি বলেন,আমার মেয়ে পুকুরে গোসুল করতে গেলে একই গ্রামের লম্পট সুশান্ত পাল তাকে পানির ভিতরে জড়িয়ে ধরে ।এসময় মেয়েটি চিৎকার করলে পাশ্ববর্তী আয়ুব আলী নামের এক ব্যাক্তি ছুটে আসেন এ সময় লম্পট সুশান্ত পাল তাকে ছেড়ে পালিয়ে যায়।এ বিষয়টি নিয়ে গ্রামের সাধারন মানুষ একত্র্ েহয়ে মিটিয়ে ফেলার কথা থাকলেও সুশান্ত পাল কোন রকম বিচারের মজলিশে আসতে রাজি না হয়ে পায়তারা করতে থাকে ।এক পর্যায় মেয়েটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে গত ৯ই সেপ্টম্ববার সুশান্ত পাল তাকে আবার ও হুমকি ধামকি দিয়ে বলে তোকে কে বাচায় দেখব ।সুযোগ পেলেই তোকে তুলে নিয়ে যায়।বর্তমান মেয়েটি লম্পট সুশান্ত পালের ভয়তে স্কুলে যেতে পারছে না ।এদিকে নির্যাতিতা পরিবারের সদস্য সহ স্থানীয় এলাকাবাসী লম্পট সুশান্তকে গ্রেফতার করে সুশান্তর কঠোর বিচারের দাবি করছে
