জীবননগর অফিস:
জাতীয় কৃষকজোট কেন্দ্রীয় কমিটির সদস্য, বিআরডি জীবননগর এর সাবেক চেয়ারম্যান ও জাসদ নেতা প্রয়াত গোলাম মোর্শেদ পিন্টুর ১০ম মৃত্যু বার্ষিক পালিত হয়েছে। গতকাল বুধবার বিকালে প্রয়াত পিন্টুর নিজ গ্রাম মিনাজপুরে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বাঁকা ইউনিয়ন জাসদের উদ্যোগে গতকাল বুধবার বিকালে মিনাজপুর মসজিদে বাদ আসর দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রয়াত পিন্টুর কর্মজীবন নিয়ে আলোচনা করেন বড়ভাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যন গোলাম মোর্তুজা, চুয়াডাঙ্গা জেলা জাসদের সাধারণ সম্পাদক শামসুল আলম, জীবননগর উপজেলা জাসদের সভাপতি আব্দুর রশিদ, পৌর জাসদের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ডিটু, বাঁকা ইউনিয়ন জাসদের সভাপতি হযরত আলী, জাসদ নেতা মিলন মলি¬ক, হারুন অর রশিদ প্রমুখ। আলোচকবৃন্দ বলেন, মানুষ বেঁচে থাকে তার সৎকর্মের মাঝে। দো’য়া পরিচালনা করেন মিনাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ও মিনাজপুর মসজিদের ইমাম আব্দুল করিম। উলে¬খ্য গোলাম মোর্শেদ পিন্টু ২০০৭ সালে দূরারোগ্য জন্ডিসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।