জীবননগর প্রতিনিধিঃ জীবননগরে ছোট ভাইয়ের লাটির আঘাতে বড় ভাই আহতের অভিযোগ উঠেছে । জানা গেছে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের বড় ছেলে আবুবক্করকে (৪৬) জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ছোট ভাই শহিদুল ইসলাম (৪০) লাটি দিয়ে পিটিয়ে আহত করে উল্টে নিজের গায়ে দা দিয়ে কোপ মেরে হাসপাতালে ভর্তি হয়ে বড় ভাইয়ের নামে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে । এ ব্যাপারে আহত আবুবক্কর বলেন,আমি যেখানে বসবাস করি সেই জমিটি আমার ছোট ভাই শহিদুলের সম্মতিতে বদল করা হয়। সেই জমিতে আমার একটি ঘর আছে সেই ঘর বাবদ তাকে আমি ইট কিনে দিতে বলি তাতে সে রাজি হয়।পরবর্তীতে সে এসে আমাকে বলে তোমার জমি ও ঘর ফেরত নেও আর আমার জমি ছেড়ে দাও আমি তার কথা মত জমি ছেড়ে দিই ।এমন সময় সে গত বৃহসপ্রতিবার আমার ঘরে ঢুকে ঘরের ভিতরের সমস্থ মালামাল বাইরে ফেলে দেয়।এবং আমার ঘরে থাকা দেড় লক্ষাধীক টাকার স্বর্ণের অলংকার ও নগদ ৫০হাজার টাকা ছিনিয়ে নেই ।এ সময় তাকে বাধা দিলে সে আমাকে লাটি দিয়ে পিটিয়ে আহত করে ।এ ব্যাপারে আমি জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের করি ।থানায় অভিযোগের কথা শুনে শহিদুল গত বৃহসপ্রতিবার বাসষ্ঠ্রান্ডে জালাল নামক এক ব্যাক্তির নিকট থেকে দা নিয়ে নিজের গায়ে কোপ মারে এবং আমার নামে মামলা করবে বলে হাসপাতালে ভর্তি হয়। এ ব্যাপারে শহিদুলের সাথে কথা বললে সে বলে আমি তাকে মারধর করেনি বরং সে আমাকে কোপ মেরে আহত করে ।এ ব্যাপারে ফল ব্যবসায়ী জালালের সাথে কথা বললে তিনি বলেন ,শহিদুল আমার এখান থেকে একটি দা নিয়ে নিজের হাত নিজে কাটতে থাকে তাকে জিঙ্গাসা করলে সে বলে দরকার আছে ।এই বলে সে চলে যায়।এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে শহিদুল ও তার ভাইয়ের মধ্যে একটি জমি নিয়ে দির্ঘ দিন ঝগড়া বিবাদ হচ্ছে এ নিয়ে গ্রামে বেশ কয়েক দিন বসাবসিও হয়েছে।কিন্তু বৃহসপ্রতিবার শহিদুল তার ভাইয়ের উপর অতরকৃত ভাবে মারধর করে । অথচ শহিদুলকে না মেরেও সে হাসপাতালে ভর্তি হয়েছে ।এ ব্যাপারে জীবননগর থানার এস আই নাহিরুল ইসলাম জানান,গোয়ালপাড়া গ্রামের আবুবক্কর তার বাড়ি লুটপাট ও ঘরবাড়ি ভাংচুর হয়েছে এ বিষয় নিয়ে একটি লিখিত অভিযোগ করেন ।সে ব্যাপারে আমি তদন্ত করতে গিয়েছিলাম এ বিষয়টি নিয়ে উভয় পক্ষকে আগামী রবিবার থানায় আসার কথা বলা হয়েছে ।এদিকে শহিদুলের এহেন কান্ড দেখে এলাকার সাধারন মানুষ হতবাক।
