জীবননগর প্রতিনিধিঃ জীবননগরে স্বামীর পরকীয়ার কথা এলাকায় ফাঁশ হওয়ায় স্ত্রী বিষ পানে আত্বহত্যা করার চেষ্ঠা । জানা গেছে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদনীপুর গ্রামের আবু হাসেম মোল্লা মিজানুর রহমানের সাথে একই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে জলি খাতুনের(২৫)সাথে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয়।বর্তমানে তাদের ঘরে দুটি সন্তান আছে। ইতোমধ্যেই মিজানুর রহমান তার দুরসম্পর্কের শালী মুন্নী খাতুন (১৬) এর সাথে একটি পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে । এ বিষয়টি এখন টক অফ দ্যা ইউনিয়নে পরিনত হয়েছে। এদিকে স্বামীর এ অপকর্ম এলাকায় প্রকাশ হলে স্ত্রী জলি খাতুন স্বামীর উপর অভিমান করে বিষ পান করে আত্বহত্যা করার চেষ্ঠা করে । বিষয়টি পরিবারের সদস্যরা টের পাওয়ায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে মিজানুর রহমানের সাথে কথা বলার জন্য চেষ্ঠা করা হলে ফোনটি রিসিপ না করায় তিনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।
