কোটচাঁদপুরপ্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক ও অালমসাধুর মুখোমুখি সংঘর্ষে নিহত এক। সুত্রে জানাযায়, সোমবার দুপুর ১টা ৪০ মিনিটের সময় কোটচাঁদপুর চৌগাছা রোডে মঙ্গলপোতা নামক স্থানে বেনাপোল থেকে ছেড়ে অাসা কোটচাঁদপুর মূখী ট্রাকটার বোঝায় ট্রাক এবং কোটচাঁদপুর থেকে বারবাজার মূখী ছেড়ে যাওয়া অালমসাধুর মুখোমুখি সংঘর্ষে অালমসাধু চালক সামছুর রহমান গনি(৫০) ঘটনাস্থলে নিহত হয়। নিহতের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জ থানার বেলাট দৌলতপুর গ্রামের মৃতঃ মোহর অালীর ছেলে। ঘাতক ট্রাকটির নম্বর যশোর ট-১১-১৯০৯। কোটচাঁদপুর এলাঙ্গী বাজার থেকে কোটচাঁদপুর থানা পুলিশ ড্রাইভারসহ ট্রাকটি অাটক করেছে।মাণ্ডু মণ্ডলের বাড়ি চৌগাছা থানার বাবুপাড়া তিনি বারীক মণ্ডলের ছেলে।কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, দূর্ঘটনাটি জানার পর অামরা র্ফোস নিয়ে ঘটনা স্থানে যাই এবং ঘাতক ট্রাকটি ড্রাইভারসহ অামরা এলাঙ্গী বাজার থেকে অাটক করি। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন।
–মামুনুর রশিদ সুমন
কোটচাদপুর প্রতিনিধি
