রায়পুর (জীবননগর) প্রতিনিধি: জীবননগর উপজেলার রায়পুরে জেল হত্যা দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যেগে রায়পুর বাজারে জেল হত্যা দিবস পালন ও জাতীয় চার নেতার স্মরনে দোয়ার অনুষ্ঠান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক বৃহত্তর বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও হাসাদাহ বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা ও সাকে ইউপি সদস্য আ: রশিদ, যুবলীগ নেতা আব্দুর রশিদ, সোহরাব হোসেন, শওকত আলী, স্বপন, মশিয়ার, সাইদুর আলম, আওয়ামী লীগ নেতা ইসলাম বিশ্বাস, রমজান আলী, আবু, মান্নান, নুরু, ইউনুস প্রমুখ। অনুষ্ঠান শেষে জাতীয় চার নেতার রূহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শামসুল আলম।
