দামুড়হুদা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস থেকে ভারতের কাশেম বাহিনীর সদস্য চাঁদাবাজ আহসান হাবিবকে (৩০) আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর ৪টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত আহসান হাবিব উপজেলার চন্দ্রবাস গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে দামুড়হুদা থানার ওসি (তদন্ত) আব্দুল খালেকের নেতৃত্বে একদল পুলিশ চন্দ্রবাস গ্রামে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি চাঁদাবাজ আহসান হাবিবকে আটক করা হয়।
দামুড়হুদা থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক জানান, আটক আহসান হাবিব ভারতের কাশেম বাহিনীর সক্রিয় সদস্য। কাশেম ভারত থেকে মোবাইল ফোনে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ইটভাটার মালিকদের কাছে চাঁদা দাবি করে এবং আহসান হাবিব সেসব চাঁদা সংগ্রহ করতো।