ফেরদৌস ওয়াহিদ: গতকাল সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় জেলা পরিষদ নির্বাচনে ৬ নং রায়পুর ইউনিয়নের রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯ ঘটিকার সময় ভোট গ্রহন শুরু হয় এবং অত্যান্ত সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে বেলা ২ টার সময় ভোট গ্রহন শেষ হয়। এই নির্বাচনে ৫ নং হাসাদাহ ইউনিয়ন, ৬ নং রায়পুর ইউনিয়ন ও ২ নং আন্দুলবাড়িয়া ইউনিয়ন নিয়ে গঠিত ১৪ নং ওয়ার্ড সাধারন সদস্য পদে ২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন। শফিকুল আলম নান্নু হাতি প্রতিক ও এস এম আশরাফুজ্জামান টিপু তালা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করেন। এই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৩৯ জন। এর মধ্যে ৩৮ টি ভোট পোল হয়। ভোট গণনা শেষে এস এম আশরাফুজ্জামার টিপু তালা প্রতিক নিয়ে ১৬ টি ভোট পান ও শফিকুল আলম নান্নু হাতি প্রতিক নিয়ে ২২ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়। উক্ত নির্বাচন সম্পর্কে শফিকুল আলম নান্নুর কাছে তার মনের অভিব্যক্তি জানতে চাইলে তিনি জানান, এই নির্বাচনে তিনি ১৪ নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হওয়ায় হাসাদাহ, রায়পুর ও আন্দুলবাড়িয়া ইউনিয়নবাসীকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিন্দন জানান এবং সেই সাথে সকলকে সাথে নিয়ে এই ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করবে এই আশ্বাসো ব্যক্ত করেন।
