হাসাদাহ প্রতিনিধি ঃ জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের হাসাদাহ ও বৈদ্যনাথপুর গ্রামের আলু চাষীরা অংকুর সীড কোম্পানির আলুর বীজ বপন করে চাষীরা আজ ক্ষতিগ্রস্থ! ঘটনার বিবরনে জানা যায়, হাসাদাহ গ্রামের ইসহাক মন্ডলের ছেলে নজরুল ইসলাম ও একই গ্রামের আনিসুর ড্রাইভার এবং পার্শ্ববর্তী গ্রাম বৈদ্যনাথপুরের ডা. আব্দুর রাজ্জাক ও একই গ্রামের মিজানুর মল্লিক। উভয় চাষীরা আলুর বীজ তৈরি করার জন্য খালিশপুর বাজারের মিজান বীজ ভান্ডার থেকে অংকুর সীড কোম্পানীর আলুর বীজ ক্রয় করে তারা তাদের জমিতে বপন করে। যার প্যাকেটের মোড়কে ভিক্তি বীজ বলে লেখা আছে। এই বিষয়টি নিয়ে ভুক্তভোগী চাষীদের সাথে কথা বললে তারা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন যে, আমরা খালিশপুর বাজারের মিজান বীজ ভান্ডার থেকে অংকুর সীড কোম্পানির আলুর বীজ ক্রয় করে বীজ তৈরি করার উদ্দেশ্য জমিতে বপন করি। এই জাতের আলুর বীজ ৬৫-৭০ দিনের মধ্যে উঠানো হয়। কিন্তু সেই তুলনায় আমাদের সময় প্রায় ৪০-৪৫ দিন অতিবাহিত হয়ে গেলেও আমাদের জমিতে আলুর গাছে আলুর কোন সন্ধান নেয়। চাষীদের অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিক মহল উক্ত চাষীদের আলুর ক্ষেতে সত্যতা যাচাই করতে যান এবং যেয়ে দেখে যায় যে চাষীদের অভিযোগটা সত্যি। তাতে কোন আলুর সন্ধান মেলেনি। তাই চাষীদের অভিযোগ আর কোন চাষীরা যেন আমাদের মত এমন ক্ষতির শিকার না হয়। এলাকার আলু চাষীরা উক্ত বিষয়টি সুষ্ঠ তদন্তের মাধ্যমে উপরোক্ত বীজ কোম্পানির বিরূদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও তাদের ক্ষতি পূরনের জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানান।
