হাসাদাহ প্রতিনিধি ঃ গতকাল মঙ্গলবার বেলা ২ টার দিকে জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের নিজের বাড়ির সামনে থেকে দিনে-দুপুরে ১৩৫ সিসি ডিসকভারি মোটর সাইকেল চুরি হয়ে গিয়েছে। ঘটনার বিবরনে জানা যায়, বৈদ্যনাথপুর গ্রামের লাতিফুরের ছেলে মিল্টনের নিজের ব্যব্হৃুত মোটর সাইকেলটি চুরি হয়ে যায়, উক্ত চুরির বিষয়টি নিয়ে শিল্টনের সাথে কথা বললে তিনি জানান যে, আমি কাজ সেরে এসে মোটর সাইকেলটি বাড়ির সামনে রেখে বাড়ির ভিতরে যায় এরপর মিনিট ১০ এক পরে বাড়ি থেকে বেরিয়ে দেখি আমার মোটর সাইকেলটি নেই। যাহার লাইসেন্স নাম্বর চুয়াডাঙ্গা ল-২০০৪ গাড়িটি হারিয়ে যাওয়ায় মিল্টন ও তার পরিবার মানসিকভাবে অত্যান্ত ভেঙ্গে পড়েন। এই বিষয়টি নিয়ে এলাকাবসীর সাথে কথা বললে তারা বলেন যে, চোর যেই হোক না কেন এদের একটা বড় ধরনের সিন্ডিকেট আছে। যা খুজে বের করা প্রয়োজন। তাই এলাকাবাসী উর্ধ্বতন প্রশাষন মহলের কাছে বিনীত আবেদন এই চোর সিন্ডিকেটটি খুজে বের কের তাদেরকে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
