এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, শনিবার ভোররাতে বকুল মণ্ডলসহ ৪/৫ জন গরু ব্যবসায়ী গরু আনার জন্য চাকুলিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের হুদাপাড়া সীমান্তে দায়িত্বরত বিএসএফ সদস্যরা বকুলকে আটক করলে অন্যরা বাংলাদেশে পালিয়ে আসে।
নিহত বকুলের ভাই শফিকুল ইসলাম জানান, তার ভাই গরু ব্যবসায়ী। সে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে। নির্যাতনের পর বিএসএফ সদস্যরা তাকে সীমান্তের ৮৬ নম্বর মেইন পিলারের বিপরীতে ভারতের হুদাপাড়া এলাকায় ফেলে রেখে যায়। পরে তার সঙ্গী অন্য গরু ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে।
তিনি আরো জানান, বকুল মণ্ডলকে প্রথমে দামুড়হুদার একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজিবি পরিচালক আরো জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে। এ ঘটনার বিষয়ে পতাকা বৈঠকের আহ্বানও জানানো হয়েছে বলে জানান তিনি