দামুড়হুদা প্রতিনিধি :- পৃর্বশক্রতামুলক জের ধরে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামের অাব্দুল হামিদের ৩ ছেলে অাব্দুর রহিম, অাব্দুস সামাদ ও অাব্দুর রশীদ গাইন ও একই গ্রামের অালী অাহম্মদের ছেলে বিল্লাল হোসেনের উপজেলার সদাবরী মাঠের রুম্ম হল নামক মাঠে সাড়ে পাঁচ বিঘা জমির মসুরী ক্ষেত্রে ঘাস মারা বিষ দিয়ে বিনষ্ট করে দিয়েছে। গত পরশু শনিবার রাতে এ ঘটনাটি ঘটে। অাব্দুর রহিম অভিযোগ করে প্রতিবেদককে জানান অামরা অামাদের পৈত্রিক জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে অাসছি। কিছু দিন ধরে গ্রামে শামসুল রহমান (লালু গাইন) এর ছেলে অাশাদুল, তৈমুর ও রায়হান সাথে পারিবারিক ও জমিজায়গা সংক্রান্ত নিয়ে বিরোধ চলে অাসছে। এরাই অামাদের জমিতে রাতের অন্ধকারে সাড়ে পাঁচ বিঘা জমিতে থাকা মসুরী ক্ষেতে ঘাস মারা বিষ দিয়ে বিনষ্ট করে দিয়েছে ।অাজ সোমবার অভিযুক্তদের বিরুদ্ধে বিজ্ঞ অাদালতে মামলা দায়েরপ্রস্ততি নিচ্ছে।
