রায়পুর প্রতিনিধি ঃ সরকারের সাফল্য উন্নয়ন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে জেলা তথ্য অফিসের
উদ্দ্যেগে জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় রায়পুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জেলা তথ্য অফিসের উদ্দোগ্যে এ আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন তাহাজ্জত হোসেন মীর্জার সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার তথ্য অফিসের কর্মকর্তা আমিনুল ইসলাম, সাংবাদিক মনিরুজ্জামান রিপন, সাইদুল আলম মিল্টন, ফেরদৌস ওয়াহিদ, শাহাবুদ্দিন, জাফর সহ অত্র এলাকার সূধী মহল। উক্ত অনুষ্ঠানে এক সংগীতের মাধ্যমে শিল্পীবৃন্দরা সরকারের বিভিন্ন সাফল্যর দিক গানে গানে উপস্থিত সূধীজনের মধ্যে তুলে ধরেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এক আলোচনা সভায় বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ নিমর্ুুল বিষয়ে সরকারের বিভিন্ন কর্মসূচির দিক তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেন।
