গত ১০মে কথিত সম্পাদক মমিনুল তার সাপ্তাহিক পত্রিকার প্রথম পৃষ্ঠায় “সাপ্তাহিক আলোকিত চুয়াডাঙ্গার নাম ও লোগো ব্যবহার করে ওয়েবসাইট খুলে বিভান্তি সৃষ্টি বন্ধ করতে মোটা অংকের টাকা দাবি জীবননগর হাসাদাহের জসিম উদ্দিন” শিরোনামের যে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছেন তারই তীব্র নিন্দা, ঘৃনা ও প্রতিবাদ জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল আলোকিত চুয়াডাঙ্গার চেয়ারম্যন জাহিদ বাবু, সম্পাদকীয় মন্ডলীর সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক ও প্রকাশক মনিরুজ্জামান রিপন, প্রধান সম্পাদক শামসুল আলম ও বার্তা সম্পাদক ফেরদৌস ওয়াহিদ সহ পত্রিকা পরিবারের সদস্যরা।তিনি অন্যের ওয়েবসাইট
(অনলাইন নিতিমালা আ্ইন মেনে অাবেদনকৃত ) অনলাইন নিউজ পোর্টাল “আলোকিত চুয়াডাঙ্গার” www.alokitochuadanga.com এর ডোমেইন নাম ও লোগো ব্যবহার করে, তার নিজের তৈরি ওয়েবসাইট www.alokitocd.com ডোমেইন নাম ব্যবহার করে কিভাবে আলোকিত চুয়াডাঙ্গা পত্রিকার নাম দিলেন তা এখন প্রশ্নবিদ্ধ। সমাজের বিবেকবানদের কাছে প্রশ্ন এই যে, তিনি আলোকিত সিডি নামের ওয়েবসাইট খুলে অনলাইন আলোকিত চুয়াডাঙ্গার ডোমেইন নাম ও লোগো কিভাবে ব্যবহার করেন। www.alokitochuadanga.com এই ডোমেইনটি প্রায় ৩ বছর ধরে অনলাইনে চলছে। প্রতারক মমিনুল নিজেকে সম্পাদক পরিচয়ে সংবাদপত্রের নাম ভাঙ্গিয়ে মানুষদের কাছ থেকে পত্রিকার কার্ড দেয়ার নাম করে কার্ড বাণিজ্য করছেন -যার মূল্য নির্ধারণ করেছেন ৩০০০_৫০০০ (তিন হাজার থেকে পাচঁ হাজার ) টাকা। সরোজমিন তদন্ত করে অনেক অভিযোগ সহ প্রমাণ পাওয়া গেছে। তিনি লিখেছেন অনলাইন নিউজ পোর্টাল আলোকিত চুয়াডাঙ্গা পরিবারের সদস্যরা নাকি তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করেছে এই সংবাদটি সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। সত্য কথা এই যে, সম্পাদকের সাথে বর্তমান অনলাইন আলোকিত চুয়াডাঙ্গা পরিবারের কোন সদস্যর সাথে কোন যোগাযোগ হয়নি। এমনকি সভাপতি জসিম উদ্দিন এর নামে যে কটুক্তি মন্তব্য করেছেন তারই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।যে প্রতারক মমিনুল অন্যের নিউজ অনলাইন পোর্টাল চুরি করে নিজের নামে চালিয়ে দেয় “’ আলোকিত চুয়াডাঙ্গা ডট কম”” কে , সে কিভাবে ঐ নিউজ পোর্টা লের মূল মালিককে জড়িয়ে এই রকম একটা বাজে মন্তব্য করেন ও ভিত্তিহীন অপপ্রচার চালান। এ যেন অন্যের বাড়ীঘর বা প্রতিষ্ঠানকে নিজের বলে দাবী করা এবং তা না দেওয়ায় চাদাঁবাজ আক্ষা দেওয়া । অনলাইন আলোকিত চুয়াডাঙ্গা পরিবারের কোন সদস্য কোন প্রকার অপরাধের সাথে জড়িত নয়। প্রতারক মমিনুল www.alokitochuadanga.com এর ডোমেইন নাম ও লোগো ব্যবহার করে। যেখানে তার নিজের তৈরি ওয়েবসাইট www.alokitocd.com অপর দিকে www.alokitochuadanga.com নিউজ পোর্টা লের মূল মালিক জসিম উদ্দিন, সেখানে মমিনুল এর মালিক হলেন কিভাবে ?
