অমিত সরকার (মহেশপুর,ঝিনাইদহ) প্রতিনিধি :মহেশপুর উপজেলা গত শুক্রবার রাত ৩টা ১০ মিনিটে হাট এট্যাকেরবীর মুক্তযোদ্ধা মোঃ সোহরাব হোসেন মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর ।শুক্রবার বাদ আছর তার নমাজে জনাজা পান্তাপাড়া স্কুল মাঠে রাষ্ট্রীয় মযাদায় অনুষ্ঠিত হয়। উক্ত জানজায় প্রশাসনিক ,রাজনৈতিক ব্যক্তিবগ’ ছাড়াও সবস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
