রায়পুর (জীবননগর) প্রতিনিধি ঃ জীবননগর উপজেলার রায়পুর সহ আশে পাশের এলাকায় কাল বৈশাখী ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্থ হয়েছে এ অঞ্চরের প্রান্তিক কৃষকরা। গত শনিবার বিকালে জীবননগর উপজেলার রায়পুর সহ আশে পাশের এলাকার উপর দিয়ে বয়ে যায় কাল বৈশাখী ঝড়। এই ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে এলাকার প্রান্তিক চাষীরা।
উক্ত বিষয়টি সম্পর্কে এলাকার প্রান্তিক চাষী সবুজের সাথে কথা বললে তিনি মনের দুঃখে আবেগ আপ্লুত অবস্থায় এই কাল বৈশাখী ঝড়ের বর্ণনা দেন। তিনি আরো বলেন যে, আমার ৫ বিঘা জমির লাউ কাল বৈশাখী ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে। অপরদিকে এই ঝড়ের কারনে অত্র এলাকার খেটে খাওয়া চাষীরাও অত্যান্ত ক্ষতিগ্রস্থ হয়।
